পোস্টার দড়িতে ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে হবে

পিবিএ, ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা পোস্টারে দলীয় প্রধানেরও ছবি ব্যবহার করতে পারবেন। যা দড়িতে ঝুলিয়ে প্রচার করতে হবে।

সোমবার সকাল ১০ টা থেকে প্রতীক বরাদ্দ দিতে শুরু করেছেন নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে রিটার্নিং কর্মকর্তারা। এসময় নির্বাচনী প্রচারণা বিধিতে এই কথা বলা হয়েছে।

বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার কাজ শুরু করতে পারবেন প্রার্থীরা। তবে ভোট শুরুর ৩২ ঘণ্টা আগে বন্ধ করতে হবে নির্বাচনী প্রচার-প্রচারণা।

নৌকা প্রতীকে নির্বাচন করবেন ২৭২ জন প্রার্থী। ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন ২৯৮ জন প্রার্থী ও জামায়াত ২২, ঐক্যফ্রন্ট ১৯, অন্য শরিকের ১৮ জন প্রার্থী।

নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশনা অনুযায়ী নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা রঙ্গিন পোস্টার ছাপতে পারবেন না। পোস্টারে প্রার্থী ছাড়া দলীয় প্রধানের ছবি ব্যবহার করা যাবে। যা দড়িতে ঝুলিয়ে প্রচার করতে হবে। চার শ বর্গফুট এলাকার বেশি বড় কোনো প্যান্ডেল করে প্রচার চালানো যাবে না। তবে কাপড়ের তৈরি ব্যানার করে প্রচার চালানো যাবে।

তবে নির্বাচনি প্রচারণায় ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা যাবে না। পোস্টারের সাইজ দৈর্ঘ্যে ৬০ সেন্টিমিটার ও প্রস্থে ৪৫ সেন্টিমিটার এবং ব্যানার কোনোভাবেই তিন মিটারের বেশি হবে না।

পিবিএ/এসআই/এএইচ

আরও পড়ুন...