পোড়ামাটির ইটে বাড়ি তৈরি নিষিদ্ধের কথা ভাবছে ভারত

পিবিএ, ডেস্ক: পরিবেশ রক্ষায় পোড়ামাটির ইট দিয়ে বাড়ি তৈরি নিষিদ্ধের কথা ভাবছে ভারত সরকার। কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন দফতরের বরাতে সোমবার দেশটির গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, পূর্ত দফতরের কর্তারা জানাচ্ছেন, পোড়া মাটির ইট তৈরির ইটভাটায় প্রচুর কয়লা ব্যবহার হয়। এতে দূষণ ছড়ায়। তাই দূষণ রোধে পোড়ামাটির ইট ব্যবহারে থামানো প্রয়োজন। সেক্ষেত্রে বিকল্প কী হতে পারে তা নিয়ে ভাবনাচিন্ত করছে দফতর। এব্যাপারে সংশ্লিষ্ট সমস্ত বিভাগের কর্তাদের আগামী ১১ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বর্তমানে দূষণহীন ইট তৈরির বহু পদ্ধতি রয়েছে। বর্জ্য পদার্থ ব্যবহার করেও ইট তৈরি হচ্ছে। আমরা সেদিকে পদক্ষেপ নেয়ার চেষ্টা করছি। সেক্ষত্রে প্রথমে কেন্দ্রীয় প্রকল্পগুলোতে পোড়া মাটির ইটের ব্যবহার বন্ধ হবে।

গত অক্টোবরেই ইটভাটার দূষণ নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। দূষণ কমাতে ভাটাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে আদালত।

পিবিএ/এমটি/এএইচ

আরও পড়ুন...