প্যারিসে আটক ২৮৮ ‘বিক্ষোভকারী’

পিবিএ, প্যারিস– প্যারিসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে। এসময় প্রায় ১০০ আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনামস্থল থেকে কমপক্ষে ২৮৮ জন ‘বিক্ষোভকারীকে’ আটক করেছে ফরাসি পুলিশ। জ্বালানির মূল্যবৃদ্ধি ও দূষণ সৃষ্টিকারী যানবাহনগুলোর উপর কর বসানোর প্রতিবাদে প্যারিসে চলছে “গিল্টস জুন” বা “ইয়ালো ভেস্ট” আন্দোলন।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের খবর অনুযায়ী, শনিবার এই বিক্ষোভ তৃতীয় সপ্তাহ ধরে চলছে।

গতকাল এই বিক্ষোভ জমায়েতে দেশের প্রায় ৩৬,৫০০ মানুষ অংশগ্রহণ করে। যা অন্যান্য সপ্তাহের তুলনায় অনেকটাই কম বলে জানা গেছে। বিগত সপ্তাহে যথাক্রমে ৫৩,০০০ ও ১১৩,০০০ জন অংশগ্রহণ করেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টনার এবিষয়ে টুইটে জানিয়েছেন, ২০০ জন শান্তিপূর্ণ প্রতিবাদকারীর একটি দলকে ঘিরে ফেলেছিল ১৫০০ ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারী’ এবং চ্যাম্প্স এলিসির কাছে তারা মারামারি করতে এসেছিল। ফরাসি পুলিশের পক্ষ থেকে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। যাতে দেখা গেছে, পুলিশের গাড়ি আটকে তারা বিক্ষোভ করছে এবং এর সাথে সাথেই গাড়ির জানালার কাচ ভাঙচুর করছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে।

অন্যদিকে, এই বিক্ষোভের পিছনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরঁ ও তাঁর সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের হাত রয়েছে বলে ধারণ করা হচ্ছে।

এই বিক্ষোভ প্রসঙ্গে আর্জেন্টিনায় জা-২০ সামিট থেকে ইম্যানুয়েল বলেন, “এই শান্তিপূর্ণ বিক্ষোভের সাথে কিছুই করার নেই। দোষীদের চিহ্নিত করে আদালতে উপস্থাপন করা হবে।”

পিবিএ/এমটি/এএইচ

আরও পড়ুন...