পিবিএ ডেস্ক : প্যারিসে এক বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন সংখ্যা প্রায় ৩০ জন। ফ্রান্সের দমকল বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। আহতদের মধ্যে ৩ জন দমকলকর্মী রয়েছেন। ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের কারণে আইফেল টাওয়ার সংলগ্ন এলাকা খালি করা হয়েছে।
গতকাল সোমবার রাতে দক্ষিণ-পশ্চিম প্যারিসের ১৬ তম স্ট্রিটের ওই বহুতল ভবনে আগুন লাগে। অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ২০০ জন দমকলকর্মী।
পিবিএ/জিজি