প্যারিসে ভবনে আগুন, নিহত ৩

পিবিএ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

দেশটির ফায়ার সার্ভিস প্রধান ফ্লোরিয়ান লইনটায়ার বলেন, আগুন থেকে বাঁচতে জানালা দিয়ে লাফ দেন এক নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাকিদের মৃত্যু হয়েছে তীব্র ধোঁয়ার দমবন্ধ হয়ে।

শনিবার (২২ জুন) ভোর ৫টার দিকে ছয়তলা ওই ভবনে আগুন লাগে। এরপর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ভবনটিতে একটি রেস্টুরেন্টও ছিলো।

অগ্নিকাণ্ডের পর ১৫ জনকে মই এবং দড়ি দিয়ে তাৎক্ষণিকভাবে ভবন থেকে বের করে আনা হয়।

অগ্নিকাণ্ডের প্রায় চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই আমরা। দুই শতাধিক উদ্ধারকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...