পিবিএ ডস্কে: প্যারোলে মুক্তি নয়, খালেদা জিয়ার চিকিৎসা দরকার। কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা ও মুক্তির বিষয়ে শনিবার (১৮মে) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে কিভাবে কথা শোনাতে হয় সে ব্যবস্থা আমরা এক সময় করবো।
ক্ষমতাসীনদল আওয়ামী লীগ কি আপনাদের কথা শুনবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগকে কিভাবে শুনাতে হয় তার ব্যবস্থা করতে হবে আমাদের এক সময়। এতো চিন্তা করে লাভ নেই। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস-চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক এবি এম ওবায়দুল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
পিবিএ/আরআই