পিবিএ,বিনোদন: সম্প্রতি পূবাইলে শাহীনের বাড়ির বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘জীবন তরী’। রিপন মাহমুদ এর কথায়, রেজা মাহমুদ এর সুর ও সঙ্গীতে গানটিতে কন্ঠ দিয়েছেন হাবীব খান। এতে মডেল হয়েছেন জামশেদ শামীম ও ইসরাত বৃষ্টি। রোমান্টিক গল্পে নির্মিত মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন জী স্বাধীন।
এ প্রসঙ্গে নির্মাতা জী স্বাধীন বলেন, আমরা সুুন্দর ভাবে মিউজিক্যাল ফিল্মটি পূবাইলে শাহিনের বাড়ীর বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণ শেষ করেছি। এই গানটির কথা অনেক সুুন্দর। আশা করি, মিউজিক্যাল ফিল্মটি দর্শকদের ভালো লাগবে।
মডেল ও অভিনেতা জামশেদ শামীম বলেন, পরিচালক জী স্বাধীন খুব ভালো কাজ করেন। ইসরাত বৃষ্টির সাথে কাজ করে ভালো লেগেছে। অাশা করছি মিউজিক ভিডিওটি সবাই পছন্দ করবে।
মডেল ও অভিনেত্রী ইসরাত বৃষ্টি বলেন, পরিচালক জ্বি স্বাধীন ভাই ও জামশেদ শামীম ভাইয়ের সাথে প্রথম কাজ করেছি। গানের গল্পের রসায়নটা খুবই ভালো ছিলো পরিচালক জী স্বাধীন কাজটা ধরে ধরে করার চেষ্টা করেছেন। ‘জীবন তরী’ গানটিতে নিজেকে ভিন্ন ভাবে উপস্থাপন করেছি।
নির্মাতা সূত্রে জানা গেছে, মিউজিক্যাল ফিল্মটি খুব শীঘ্রই এম অার বেষ্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।
পিবিএ/মারুফ সরকার/এসডি