প্রচণ্ড গরমের প্রভাব নগর কিংবা গ্রামাঞ্চলের পরিবেশকে অসহনীয় করে তুলেছে। গরমের দুঃসহ যন্ত্রণা থেকে একটু প্রশান্তির পরশ নিতে পানিতে লাফালাফি করছে একদল দুরন্ত কিশোর। তারা ৫ নম্বর সতর্ক সংকেত উপক্ষো করে মেঘনা নদীর তীরবর্তী সংযোগ খালের পানিতেই দুরন্তপনায় মেতেছে। ছবিটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকার চর আলী হাসান গ্রাম থেকে তোলা। বৃহস্পতিবার, ২ মে। ছবি : পিবিএ