প্রচারনা চালাতে গিয়ে নৌকা ডুবে সিপিপির কর্মী নিখোঁজ

উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্ফানের সতর্কতামূলক প্রচারনা চালাতে গিয়ে নদীতে নৌকা ডুবে শাহআলম মীর (৫৫) নামের এক সিপিপি’র স্বেচ্ছাসেবক নিখোঁজ হয়েছে। বুধববার সকাল দশটার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের হাফেজ প্যাদার খালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শাহআলম মীর লোন্দা গ্রামের মৃত সৈয়দ কদম আলীর পুত্র বলে জনা গেছে।

স্থানীয় ও উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুত কর্মসূচি অফিস সূত্রে জানা যায়, সে ঘূর্নিঝড় আম্ফানের সতর্কতামূলক প্রচারনা চালানোর জন্য হাফেজ প্যাদার খালের একপার থেকে অপর পাড়ে যাচ্ছিছেলন। এসময় বাতাসের চাপে নৌকাটি ডুবে যায়। তার সাথে থাকা চাচাতো ভাই আরোব আলী মীর ও নিখোঁজ সিপিপিকর্মী ছোট ছেলে সিয়াস সাতরে তীরে ওঠে।কিন্তু শাহআলম মীর নিখোঁজ হয়। তাকে উদ্ধারে জন্য ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসসহ উপজেলা প্রশাসন।
কলাপাড়া ঘূর্নিঝড় প্রস্তুত কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌছেছি। ফারাস সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।
পিবিএ//এএম

আরও পড়ুন...