প্রজনন মৌসুমে হালদা নদীতে ভাসছে মরা মাছ

পিবিএ,খোরশেদ আলম, হাটহাজারী (চট্টগ্রাম): বিশ্বের একমাত্র মিঠাপানির জোয়ার-ভাটার প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে একের পর এক মরে পচে ভেসে উঠছে মা-মাছসহ জলজপ্রাণী। হালদা নদীতে ডিম দেওয়ার ভরা মৌসুমে আবারও ১৮দিনে মাতায় ভেসে ওঠল ১২ কেজি ওজনের মরা মৃগেল মা মাছ। শনিবার বিকেলে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা এলাকার পূরা আলি স্লইস গেইট থেকে স্থানীয় ডিম সংগ্রহকারীরা মোঃ হারুন ও আবুল কালাম ভাসমান অবস্থায় দেখতে পেয়ে মাছটি হাটহাজারী উপজেলা পরিষদে নিয়ে আসে।মরা মাছটি উদ্ধার করে। মাছটির দৈর্ঘ্য ৩৮ইঞ্চি।

 বিশ্বের একমাত্র মিঠাপানির জোয়ার-ভাটার প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে একের পর এক মরে পচে ভেসে উঠছে মা-মাছসহ জলজপ্রাণী
প্রজনন মৌসুমে হালদা নদীতে ভাসছে মরা মাছ

স্থানীয় ডিম সংগ্রহকরী জানান, হালদা নদীর গড়দুয়ারা এলাকার পুরাআলী স্লইস গেইটে মরা মাছটি ভাসমান অবস্থায় উদ্ধার করে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের নির্দেশে উপজেলা পরিষদে নিয়ে আসে হয়। এই ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, তীব্র গরমের কারণে মা মাছ সময়মত ডিম ছাড়তে না পারায় হয়তো হিট-স্ট্রোক করে মারা যেতে পারে। মৃত মাছটির

ওজন ১২ কেজি ।তবে উদ্ধারকৃত রুই মাছের লেঁজে কাটা চিহ্ন রয়েছে। মাছটি পরীক্ষা করার জন্য চবি হালদা ল্যাবে নেওয়া হয়েছে। জানা যায়,প্রতি বছর ডিম ছাড়ার মৌসুমে মা মাছ তিনদফা ডিম দিয়ে থাকে কিন্তু এই মৌসুমে এখনো পর্যন্ত মা মাছ ডিম দেয়নি।

উল্লেখ্য গত ৯ এপ্রিল উপজেলার উত্তর মাদার্শা আজিমের ঘাটা এলাকায় স্থানীয়রা মরা ৮ কেজি ওজনের মাছটি উদ্ধার করে। মাছটির দৈর্ঘ্য ৩৩ ইঞ্চি।

পিবিএ/আরআই

আরও পড়ুন...