প্রতারক চক্রের তিন বিদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব

পিবিএ,ঢাকা: টাকাকে ডলারে রূপান্তরের অভিনব প্রতারণার মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ প্রতারক চক্রের ৩ বিদেশি নাগরিককে আটক করেছে র‌্যাব। বুধবার( ২৪ জুলাই) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ এর মিরপুর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই সকাল ১০ র‌্যাব-৪ এর একটি দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি বসুন্ধরা এলাকায় অভিযান পরিচালনা করে ক্যামেরুনের ৩ বিদেশি প্রতারক চক্রের সদস্য কে গ্রেফতার করে এবং সে সময় তাদের নিকট হতে হতে প্রতারণা সরঞ্জামাদি উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, বিদেশি প্রতারক চক্রের সদস্যরা ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসে তারপর তারা বাংলাদেশের গুলশান-বনানী-বারিধারাসহ অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে প্রতারণা মূলক কার্যক্রম পরিচালনা করা।

বাংলাদেশের প্রথম শ্রেণীর ব্যবসায়িদের লক্ষ্য করে কার্যক্রম শুরু করেন তারা । ব্যবসায়ী ও শিল্পপতিরা কাছে গিয়ে নিজেদের তাদের দেশে বড় কোন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিনিধি, অংশীদার হিসেবে কখনো বড় কোনো প্রতিষ্ঠানে তাদের পরিবারের দাবি করে ব্যবসায়ী ও শিল্পপতিরা সাথে পরিচিত হয়। এবং তাদের সাথে অংশীদারি ব্যবসা করার জন্য প্রস্তাব দেয়। পরে তাদে সাথে ঘনিষ্ঠ হয়ে টাকাকে ডলারে রূপান্তরের কথা বলে। এবং প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেয়।

পিবিএ/বাখ

আরও পড়ুন...