পিবিএ, ঢাকা : অনলাইনে এন৯৫ মাস্ক বিক্রির নামে ডাক্তার ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মোঃ রহমত আলী(৩১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি ঢাকার সাইবার পুলিশ ইউনিট।
আজ রাজধানীর পাশে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। রহমত মৌলভীবাজারের কুলাউরা উপজেলার চকেরগ্রামের মদরিছ আলীর ছেলে। সে কেরানীগঞ্জে রশীদ বেপারীর বাড়িতে ভাড়াটে।
সিআইডি জানায়, সিআইডি ঢাকার সাইবার ইউনিট গোপন সংবাদে জানতে পারে রহমত অনলাইন প্লাটফরমে এন৯৫ মাস্ক বিক্রির নামে ডাক্তার ও সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। ইতমধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এ ব্যপারে অভিযোগ জানায়।
সিআইডি ঢাকার সাইবার ইউনিটের অনুসন্ধানে বিষয়টির সত্যতা পাওয়া যায়। পরে আজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে পিবিএকে বলেন, সিআইডির সাইবার ইউনিট এ ধরনের ঘটনা প্রতিরোধে সবসময় কাজ করছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে।
পিবিএ/এমএ