প্রতিবন্ধী ছেলেটি মা-বাবার কাছে ফিরে যেতে চায়

পিবিএ,শেরপুর: বাক প্রতিবন্ধী ছেলেটি তার মা-বাবার কাছে ফিরে যেতে চায়। ইশারা ইঙ্গিতে বুঝাতে চাইলেও মুখে স্পষ্ট করে বলতে পারেনা তার মা-বাবার নাম বা পুরো ঠিকানা। তকে পনেরো বিশ দিন আগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় ঘুরাফেরা করতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পরিচয় জানতে চাইলে সে কোন কথা বলতে পারেনা। শুধু বাফি ও ইশি এমন কথা বলতে পারে। দিনের বেলায় এদিক সেদিক ঘুরাফেরা করলেও রাত কাটে তার অনেক কষ্টে ।

প্রতিবন্ধী ছেলেটি বর্তমানে বারমারী বাজারের পোড়াগাঁও ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মসিউর রহমানের তত্ত্বাবধানে রয়েছে।

মসিউর রহমান জানান, ছেলেটি তার মা বাবার কাছে ফিরে যেতে চায়। এমনকি গভীররাত পর্যন্ত সে ডুকরে ডুকরে কাঁদে। তার পরিচয় নিশ্চিত না হয়ে কারও কাছে তুলেও দেয়া যাচ্ছে না। ছেলেটির বাবা মার কাছে ফিরে যেতে তিনি সকলের সহায়তা চান।

যোগাযোগ: মসিউর রহমান, ফোন ০১৭১৪-৮৮৮৭৫০ অথবা এম. সুরুজ্জামান, ০১৭১২-৪৭৮৮৬২ ।

পিবিএ/এসএম/এমএসএম

আরও পড়ুন...