প্রতিবন্ধী নাতিকে ভাতা কার্ড দিতে দাদির আকুতি

পিবিএ, কুষ্টিয়া: জীবন যাদের আকাঁ বাকাঁ তাদের কাছে জীবন মানে এক পরাজয়ের গ্লানি হতাশার কাছে আত্মসমর্পন করা। কোনো আশাই তাদের কাছে ধরা দেয়না। এসব মানুষ মনে করেন, আল্লাহ শুধু তাদের জন্য, যারা মাংশের রান আর বিরানি ছুরে ফেলে দেয় ডাষ্টবিনে ।

কথাগুলো বলছিলেন ৭ বছরের প্রতিবন্ধী নাতি কে নি বয়ে বেরানো আলেয়া বেগম (৫০)।আলেয়া বেগম জানান, আমার সন্তান মারা যাওয়ার পর আমার বেটার বউ সাফিয়া কোলের সন্তান কে প্রতিবন্ধি বলে ফেলে চলে গিয়ে ভারতে বিয়ে করেছে। সেই থেকে নাতি কে নিয়ে পথে পথে দিন কাটে আমার। আলেয়া বেগম আরো জানান, ঘর নাই বাড়ী নাই কোথায় থাকরো এই প্রতিবন্ধি কে নিয়ে। এতো আমারি বংশের আমি কিভাবে ফেলে দিই এ প্রতিবন্ধি নাতি কে । সবাই ছেড়ে চলে গেলেও আমি ফেলতে পারছিনা। আমি যে কতো কষ্টে আছি বলে শেষ করা যাবেনা ।
একজন সুস্থ্য মানুষ কে টানা যায় কিন্ত একজন প্রতিবন্ধি কে টানা খুব কষ্টের কেউ যদি আমার প্রতিবন্ধি নাতিটাকে একটা প্রতিবন্ধি ভাতা কার্ড করে দিতো, আমি খুব খুশি হতাম। সাফ এর নিবার্হী পরিচালক মীর আব্দুর রাজ্জাক বলেন, নাতী কে পোড়াদহ সহ বিভন্ন যায়গায় নিয়ে বেড়ায় এটা খুবই কষ্টের। আমরা সকলের সহযোগীতা চাই ।
জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ মুরাদ হোসেন পিবি এ ’কে বলেন জন্ম সনদ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা নিয়ম অনুযায়ী ব্যবস্থা করবো ।

পিবিএ/ কেএস/হক

আরও পড়ুন...