প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‌্যালিতে নেতাকর্মীদের ঢল

পিবিএ,ঢাকা: খালেদা জিয়ার মুক্তি চাই স্লোগানে স্লোগানে মুখর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‌্যালিতে অংশ নিতে জড়ো হওয়া নেতাকর্মীরা দলীয় নেত্রীর মুক্তি চেয়ে এসব স্লোগান দিচ্ছেন।

সোমবার বিকাল সাড়ে ৩টা ৩০ মিনিটে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই র‌্যালি। র‌্যালিটি কাকরাইল মোড়, শান্তিনগর হয়ে মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই র‌্যালির উদ্বোধন করেন। এ সময় দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সকালে হাইকোর্টে আত্মসমর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ফলে দুপুর দুইটায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও তাদের কারণে শুরু হতে কিছুটা বিলম্ব হয়।

এর আগে দুপুর আড়াইটায় র‌্যালি শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই আসতে শুরু করেন নেতাকর্মীরা। খণ্ড খণ্ডভাবে জড়ো হয়ে দলের প্রধান কার্যালয়ের সামনের সড়কে নানা স্লোগান দেন তারা। দুপুর ১২টার দিকে নয়াপল্টন লোকে লোকারণ্য হয়ে ওঠে।

পূর্বঘোষিত র‌্যালিতে অংশ নিতে হাজার হাজার নেতাকর্মী দলটির কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশে উপস্থিত হন। নেতাকর্মীদের ঢলে নয়াপল্টনের পূর্বদিক ফকিরাপুর মোড় থেকে পশ্চিমপাশের নাইটেঙ্গেল মোড় পর্যন্ত জনসমুদ্রে রূপ নেয়।

‘জে‌লের তালা ভাঙব, খালেদা জিয়াকে আনব,’ ‘আমাদের মায়ের মুক্তি চাই’, ‘আমার নেত্রী আমার মা জেলে থাকতে দেবো না’, ইত্যাদি স্লোগানে উত্তাল বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন। নেতাকর্মীদের হাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানযুক্ত ব্যানার ছিল।
এদিকে বিএনপির র‌্যালি উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টন ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

পিবিএ/ইকে

আরও পড়ুন...