প্রতি পাঁচজনে একজন ধূমপানে অন্ধ

পিবিএ ডেস্ক: নিয়মিত ধূমপানের কারণে অন্ধত্বের ঝুঁকিতে পড়ছেন যুক্তরাজ্যের লক্ষ লক্ষ মানুষ।

সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ অপটোমেট্রিস্টের (এওপি) এক জরিপে এমন তথ্য উঠে এসেছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

গবেষণা বলছে, প্রতি পাঁচজনে একজন ধূমপানের কারণে অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারেন। ধূমপান না করা মানুষের চেয়ে ধূমপায়ী মানুষেরা বেশি চোখের সমস্যায় ভোগেন, এই সংখ্যা দ্বিগুণ।

শ্বাসযন্ত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ধূমপানে, হচ্ছে ক্যান্সারের মতো জটিল রোগও। নতুন করে করা এবারের গবেষণায় এবার এলো অন্ধত্বের ঝুঁকির মতো ব্যাপারও।

বিবিসি জানায়, সব মিলিয়ে দুই হাজার ৬ জনের ওপর এওপি ওই জরিপ চালায়। এর মধ্যে ১৮ শতাংশ প্রাপ্তবয়ষ্ক মানুষ বলেছেন- ধূমপানের কারণে তাদের চোখের জ্যোতি কমে যাওয়াসহ অন্ধত্বের দিকে ধাবিত হচ্ছেন।

জরিপে অংশ নেওয়া মানুষের চারভাগের তিনভাগই ধূমপানের কারণে ক্যান্সারের ঝুঁকি সম্পর্কে অবগত। এওপির মতে, চোখের সমস্যা ও অন্ধত্বের ঝুঁকিঁ এড়াতে ধূমপান ছেড়ে দেওয়াই সমাধান। একই সঙ্গে নিয়মিত ডাক্তারকে চোখ দেখানোর পরামর্শও দেওয়া হয়েছে।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...