প্রতি বছরের মতো এবছরেও গাইবান্ধায় তামাক চাষ হয়েছে ২ হেক্টর ফসলি জমিতে। অন্য মৌসুমের থেকে এ মৌসুমে তামাক পাতা বেশ ভালোই হয়েছে। অন্যান্য ফসলের থেকে তামাক চাষে লাভ বেশি। তাই ক্ষতির শঙ্কা জেনেও তামাক চাষে ঝুঁকছে চাষিরা। ছবিটি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের মাঝিপাড়া থেকে তোলা। রোববার, ০১ জানুয়ারী। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত