পিবিএ ডেস্ক: প্রতি মাসে বাহরাইন ছেড়ে দেশে ফিরে আসছেন প্রায় ২০০০ বাংলাদেশী শ্রমিক। ২০১৮ সালের আগস্ট থেকে এ ধারা শুরু হয়েছে । ওই সময় থেকে বাংলাদেশী নাগরিকদের জন্য কোনো নতুন ওয়ার্ক ভিসা ইস্যু করেনি বাহরাইন। গালফ ডেইলি নিউজকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন এরাবিয়ান বিজনেস। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কনসুল শেখ তাহিদুল ইসলাম বলেছেন, গড়ে প্রতি মাসে বাহরাইন ছেড়ে দেশে আসছেন ১০০০ থেকে ২০০০ বাংলাদেশী শ্রমিক। আমরা ২০১৮ সালের আগস্ট থেকে এই ধারা পর্যবেক্ষণ করছি। তার মতে, বাহরাইনে জীবনধারণ করা কঠিন। এমন অবস্থার শিকার হয়ে দেশে ফিরছেন অনেকে।
বাকিদেরকে দেশে ফেরত পাঠাচ্ছে বাহরাইনের লেবার মার্কেট রেগুলেটরি অথরিটি অথবা ন্যাশনালিটি, পাসপোর্টস অ্যান্ড রেসিডেন্স অ্যাফেয়ার্স।