প্রত্যেক শহীদের পরিবারকে আর্থিক সাহায্য অমিতাভের

amitabh

পিবিএ ডেস্ক : কাশ্মীরের পুলওয়ামায় সাম্প্রতিক জঙ্গি হামলার ঘটনায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যু হয়েছে। এবার তাদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য পাঠানোর কথা ঘোষণা করলেন অভিনেতা অমিতাভ বচ্চন। অমিতাভের মুখপাত্র জানিয়েছেন, `অভিনেতা প্রত্যেক শহীদের পরিবারকে ৫ লক্ষ করে টাকা করে সাহায্য পাঠাবেন। এই মুহূর্তে সেই প্রক্রিয়া চলছে।‘ বিরাট কোহলির ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে গতকাল শনিবার আমন্ত্রিত ছিলেন অমিতাভ বচ্চন। কিন্তু পুলওয়ামার ঘটনা সামনে আসার পরে তিনি শোকজ্ঞাপন করে সেই অনুষ্ঠানে যাওয়া থেকে বিরত থাকেন।

গীতিকার জাভেদ আখতার তার স্ত্রী বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমিও জঙ্গি হামলার ঘটনার পরে তাদের করাচিতে অনুষ্ঠানে যাওয়ার আমন্ত্রণ বাতিল করেন। জাভেদ টুইটে জানান, করাচি আর্ট কাউন্সিলের তরফ আমাকে ও শাবানাকে আমন্ত্রণ জানানো হয়েছিল দু’দিনের সাহিত্য সভায় উপস্থিত হতে। আমরা সেটা বাতিল করলাম।’ শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, ভিকি কৌশলসহ অজস্র বলিউড তারকা পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর শহীদদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...