প্রথম আলোর সাংবাদিককে আসামী করায় প্রেসক্লাব দুমকির নিন্দা

পিবিএ,পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে গত ২৪ মে বাউফলে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাপস দাস নামে এক যুবলীগ কর্মী নিহত হন যুবলীগ কর্মী তাপস হত্যা মামলায় প্রথম আলোর বাউফল উপজেলা প্রতিনিধি মো.এবিএম মিজানুর রহমান মিজানকে আসামি করায় হয় ।

দুমকি উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম ও প্রেসক্লাব দুমকি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাব দুমকির সভাকক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি এম আমির হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন ,প্রেসক্লাব দুমকির সভাপতি অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, সহ সভাপতি হারুন অর রশিদ, প্রেসক্লাব দুমকির নির্বাহী সদস্য সোহাগ হোসেন বলেন, প্রকৃত ও বস্তনিষ্ঠ সংবাদিকতা করতে গিয়ে সাংবাদিকরা কোন দল বা গ্রুপের প্রতিহিংসার শিকার হওয়া স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে বড় হুমকি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই হত্যা কান্ডে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক পাশাপাশি অতিদ্রুত ওই মামলা থেকে সাংবাদিক মো.মিজানুর রহমান মিজানের নাম প্রত্যাহারের জন্য অনুরোধ জানাচ্ছি। এ সময়ে প্রেসক্লাব দুমকির সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
পিবিএ/সোহাগ হোসেন/এএম

আরও পড়ুন...