প্রথম থ্রি ডি জেব্রা ক্রসিং বরিশালের সড়কে

পিবিএ ডেস্কঃ বরিশাল নগরীর অভ্যন্তরীন সড়কে এই প্রথম থ্রি ডি জেব্রা ক্রসিং করপোরেশন দেওয়া হচ্ছে। শুক্রবার রাতে চারুকলা শিল্পীদের সহযোগিতায় নগরীর জিলা স্কুল মোড়ে আধুনিক মেশিন দিয়ে সড়কে ক্রসিং দিয়ে থ্রি ডি জেব্রা ক্রসিংয়ের উদ্বোধন করেন বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

এ সময় মেয়র বলেন, বাংলাদেশের মধ্যে এই প্রথম বরিশাল নগরীর সড়কে থ্রি ডি জেব্রা ক্রসিং করা হচ্ছে। ৫০ থেকে ১শ’ ফুট দূর থেকে চালকরা সহজেই জেব্রা ক্রসিং দেখতে পারবে এবং থ্রি ডি জেব্রা ক্রসিংকে সড়কে ৮-৯ ইঞ্চি উঁচু মনে করবে। এর ফলে তারা তাদের যানবাহনের গতি কমাবে। এতে করে স্কুল, কলেজগামী শিক্ষার্থী ও পথচারীসহ সবাই সহজে চলাচল করতে পারবে এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাবে বলে আশা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

সিটি করপোরশেনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুজ্জামান জানান, প্রাথমিকভাবে নগরীর অতি গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে থ্রি ডি জেব্রা ক্রসিং করা হচ্ছে। পয়েন্টগুলো হচ্ছে জিলা স্কুল মোড়, জেলখানা মোড়, কাকলীর মোড়, লঞ্চঘাট মোড়, শিশু পার্কের (প্লানেট পার্ক) সামনে, হাতেমআলী কলেজ চৌমাথা, নথুল্লাবাদ, আমতলার মোড় এবং আমতলা। এরপর অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে থ্রি ডি জেব্রা ক্রসিংয়ের ব্যবস্থা করবে সিটি করপোরেশন।

সিটি করপোরশেনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিছুজ্জামান বলেন,থ্রি ডি প্রযুক্তির জেব্রা ক্রসিংয়ের ফলে বরিশাল নগরীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসবে এবং দুর্ঘটনাও অনেকাংশে কমবে।

পিবিএ/এম এস

আরও পড়ুন...