প্রথম দিনেই কত আয় করল ‘আদিপুরুষ’

শুক্রবার (১৬ জুন) মুক্তি পেয়েছে প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলি খান অভিনীত সিনেমা ‘আদিপুরুষ’। সিনেমাটি মুক্তির আগেই বিক্রি হয়েছিল রেকর্ড পরিমাণ টিকিট। এরপর মুক্তির প্রথম দিনেই আয় ছাড়িয়েছে ১০০ কোটির বেশি।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ১২৪ কোটি রুপি (ট্রেড ফিগার)। যার ভেতর শুধুমাত্র ছবিটি হিন্দি ভার্সন থেকেই আয় করেছে ৩৬-৩৮ কোটি রুপি! এছাড়া হিন্দির পাশাপাশি ছবিটির তেলেগু ভার্সন থেকেও ভালো উপার্জন হয়েছে বলে জানা গেছে।

মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা ভারতীয় ৫ ছবির তালিকায় স্থান করে নিয়েছে আদিপুরুষ। প্রথম স্থানে রয়েছে ‘আরআরআর’। ছবিটি মুক্তির দিনে বিশ্বব্যাপী আয় করে ২২২ কোটি রুপি। এছাড়া তালিকার দুই নম্বরে আছে ‘বাহুবলী ২’, এর আয় ২১৪ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ১৬৪ কোটি রুপি আয় করে তৃতীয় স্থানে আছে ‘কেজিএফ ২’, ১২৫ কোটি রুপি আয় করে চতুর্থ স্থানে আছে ‘সাহো’ এবং ৫ম স্থানে আছে ‘আদিপুরুষ’। ঠিক এর পরের স্থানটিই শাহরুখ অভিনীত ‘পাঠান’ এর!

এদিকে আয়ের রেকর্ড গড়লেও ভিএফএক্স, অভিনয় ও সংলাপের কারণে সমালোচনার মুখে পড়েছে প্রভাসের সিনেমা। গতকাল শো শুরু হওয়ার পরেই দফায় দফায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সিনেমার বিভিন্ন ক্লিপিংস। আর সেখানে চূড়ান্ত ট্রোলিং করা হয়েছে একাধিক সংলাপ নিয়ে। হিন্দিতে প্রভাস বা কৃতির সংলাপকে ‘টাপোরি’ বলে উল্লেখ করেছেন অনেকেই।

উল্লেখ্য, ভারতীয় মহাকাব্য ‘রামায়ণ’র কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আদিপুরুষ’, যা একটি বহুভাষিক সিনেমা।ছবিতে রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে প্রভাসকে এবং সীতার চরিত্রে রয়েছেন কৃতি স্যানন। অপরদিকে লক্ষণের ভূমিকায় থাকবেন সানি সিং এবং ছবিতে রাবণের ভূমিকায় আছেন সাইফ আলী খান।

আরও পড়ুন...