পিবিএ ডেস্ক : উডের নতুন জুটি হিসেবে ইতোমধ্যেই নজর কেড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। এই মুহূর্তে ব্যক্তিগত ও পেশাদার জীবনেও দারুণ সময়ে রয়েছেন দুই অভিনেতা। গত বছর আলিয়ার ‘রাজি’ ও রণবীরের ‘সঞ্জু’ বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। দুই অভিনেতার অভিনয়ও যথেষ্ট সমাদৃত হয়েছে দর্শক মহলে।
বলিউডে দীর্ঘ সময়ের গুঞ্জন, গত বছরের নিউ ইয়ার্স ইভেই নাকি প্রথম ডেটে গিয়েছিলেন রণবীর-আলিয়া। সেই থেকে তাদের নিয়ে নানা কানাঘুষো চলতেই থাকে। খবর হওয়ার সুযোগও করে দিয়েছেন দুই অভিনেতা নিজে থেকেই। কখনও একসঙ্গে বার্থডে পার্টিতে, তো কখনও বলিউডের বন্ধুর বিয়েতে হাতে হাত রেখে এন্ট্রি নিয়েছেন দুই তারকা। এ বছরও নিউ ইয়র্কে কাপুর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ পার্টিতে ছিলেন আলিয়া।
সম্প্রতি একটি সংবাদ মাধ্যমে নায়িকাদের নিয়ে একটি গোলটেবিল বৈঠকে নিজের ক্রাশ নিয়ে কথা বলেন আলিয়া। সেখানে আলিয়া বলেন, ‘আমার ১১ বছর বয়সে প্রথম রণবীরের সঙ্গে আলাপ হয়। আমি ব্ল্যাকের জন্য অডিশন দিতে গিয়েছিলাম। তখন থেকেই আমার ওকে ভালোলাগে। ‘
পিবিএ/জিজি