প্রধানমন্ত্রীর উন্নয়ন কথায় নয়, দৃশ্যমান: ডিএনসিসি মেয়র

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর যেসব উন্নয়ন আছে সেগুলা কথায় নয়, দৃশ্যমান। করোনার সময় যে টিকা দেওয়া হয়েছিল, সে ব্যাপারে অন্যান্য দেশের মেয়ররা আমাদের কাছে জানতে চায়, কীভাবে চতুর্থ ডোজ পর্যন্ত আমরা বিনামূল্যে দিয়েছি? তারা বলেন, আমরা পয়সার জন্য পাগল হয়ে যাচ্ছি, কীভাবে করোনার টিকা দেব?

মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজার মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল কমপ্লেক্স পাঠাগার ও মধুবাগ মাঠ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তা হিসেবে মো. আতিকুল ইসলাম বলেন, সেদিন দেখলাম বিএনপির তারেক রহমান নতুন একটি হ্যাশ ট্যাগ দিয়েছেন। সেটির নাম হচ্ছে টেকব্যাক বাংলাদেশ। এর মানেটা কি? বাংলাদেশকে আরও পেছনে নিয়ে যাওয়া। আবার বোমাবাজি, খাম্বা, হিন্দুদের ঘরে ঘরে গিয়ে লুণ্ঠন করা। তারা জঙ্গিবাদ চায়, তারা উন্নয়ন চায় না। আমরা উন্নয়ন চাই।

মধুবাগ এলাকায় রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ করা হয়েছে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, এক সময় এই মধুবাগে অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা হয়ে যেতো। মধুবাগে এখন আর জলাবদ্ধতা হয় না। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হয়েছে। বৃষ্টি হলে এখন অল্প সময়ের মধ্যেই পানি নেমে যায়।

তিনি বলেন, শহরকে ভালোবাসতে হবে। শহর নোংরা করা যাবে না। যেখানে-সেখানে ময়লা ফেলা যাবে না। ড্রেনে-খালে সবাই ময়লা ফেলে দিচ্ছি। সিটি কর্পোরেশন থেকে ড্রেনের এবং খালের ময়লার প্রদর্শনী করবো। পয়ঃবর্জ্যের সংযোগ সরাসরি সারফেস ড্রেনে দিয়ে খাল দূষণ করা হচ্ছে। গুলশান বারিধারার জমি অনেক দাম। একটি ফ্ল্যাটের দাম প্রায় ৫০ কোটি টাকা অথচ অল্প টাকা খরচ করে বাড়িতে স্যানিটেশন ব্যবস্থা রাখে নাই। আমাদের টিম পরিদর্শন শুরু করেছে। পয়ঃবর্জ্যের সংযোগ ড্রেনে পেলে ব্যবস্থা নেয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অন্যদের মধ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, নগর পরিকল্পনাবিদ স্থপতি ইকবাল হাবিব, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...