প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিইউপির অনুদান প্রদান


পিবিএ, ঢাকা : করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ) টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে।
গণসংযোগ কর্মকর্তা মাহমুদা আক্তার জানান, উপাচার্য মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, এসবিপি, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি বিশ্ববিদ্যালয়ের পক্ষে বুধবার এই চেক প্রদান করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এর হাতে এই চেক গ্রহণ করেন।

চেক হস্তান্তরকালে ভিডিও কনফারেন্সে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়াও অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য প্রফেসর ড: এম আবুল কাশেম মজুমদার ।

চেক হস্তান্তরের সময় বিইউপির উপাচার্য করোনা ভাইরাস এর প্রাদূর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সকল কর্মকাণ্ডে পাশে থাকার ঘোষণা দেন। তিনি চলমান পরিস্থিতিতে বিইউপি কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে অবহিত করেন।

এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী করোনা সংকট মোকাবিলায় ত্রাণ তহবিলে মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি) এর সকল কর্মকর্তা, শিক্ষক এবং কর্মচারীদের ধন্যবাদ জানান।
পিবিএ/প্রেস বিজ্ঞপ্তি

আরও পড়ুন...