প্রধানমন্ত্রীর পুর্ব ঘোষনা দ্রুত টেকসহি বেঁড়িবাধের বাস্তায়ন

আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা,(খুলনা): খুলনার পাইকগাছা-কয়রা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত আমাবর্ষ্যার জোয়ারে প্লাবিত এলাকার ক্ষয়-ক্ষতির অভিজ্ঞতা থেতে আসন্ন পূর্নিমার পুর্বেই ঝুকিপূর্ন ও ক্ষতিগ্রস্থ পাউবো’র বেঁড়িবাধ মেরামত না হলে নতুন-নতুন এলাকা প্লাবিত হবার আশংঙ্কা করছে উপকূলীয় এলাকার মানুষ। এদিকে পোল্ডার রক্ষা করতে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এলাকার মানুষ বিভিন্ন স্থানের ঝুকিপূর্ন ও ক্ষতিগ্রস্থ বেঁড়িবাধ মেরামতের কাজ শুরু করেছেন।

পানি উন্নয়ন বোর্ডের উপর নির্ভর না করে এলাকার সমাজ সচেতন মানুষ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-কর্মীর নেতৃত্বে সাধারন মানুষ সাড়া দিয়ে পোল্ডার রক্ষার্থে কাজে নেমে পড়েছেন। গত কয়েকদিন ধরে কয়রার বিভিন্ন স্থানের ক্ষতিগ্রস্থ বেঁড়িবাধ সহ পাইকগাছার দেলুটি, সোলাদানা,লতা ও গড়ইখালীতে বাজার রক্ষা বাঁধ সহ পাউবোর বেঁড়িবাধ মেরামতের চিত্র লক্ষ্য করা গেছে। এসব কাজে পাইকগাছা-কয়রার সংসদ আকতারুজ্জামান বাবু, উপজেলা প্রশাসন, ইউপি চেয়ারম্যান-মেম্বর ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা সরাসরি কাজে অংশ নিয়ে উৎসাহ যোগাচ্ছেন। আবার অনেক স্থানে বাঁধ মেরামত নিয়ে দোষারোপের রাজনীতি শুরু হয়েছে।

প্লাবিত এলাকার মানুষের বিপদের সমস্যা সমাধানের কথা চিন্তা না করে সরকারের ভাবমুর্তি নষ্ট করতে একটি স্বার্থান্বেষী মহল স্থানীয় কোন্দল,স্থানীয় নেতৃত্ব-কর্তৃত্ব মতপার্থক্য এমনকি আগামী ইউপি নির্বাচনের ভাবনা থেকে এসব করছে বলে জানাগেছে। অভিযোগ উঠেছে এ চক্রটি আবার কোথায়-কোথায় বাঁধ মেরামত বিঘ্নিত করতে সাধারন মানুষকে দিকভ্রান্ত করতে কৌশলে অপপ্রচার এমনকি ফেসবুকে বিভ্রান্তি মুলক অপপ্রচার ছড়াচ্ছে।

বিভিন্ন স্থানে সরেজমিনে গেলে ভুক্তভোগিরা জানান, আমাবর্ষার তিব্র জোয়ারে প্লাবিত এলাকার ক্ষতিগ্রস্থ স্থানের বাঁধ ও ভাঙন এলাকার বাঁধ সংস্কার না হলে আগামী পুর্নিমার গোনের সময় পরিস্থিতি আরো খারাপ হতে পারে। প্লাবিত এলাকার মানুষ উপকূলীয় এলাকার মানুষের জান-মাল রক্ষার্থে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর টেকসহি বেঁড়িবাধ নির্মানের পুর্ব ঘোষনা বাস্তবায়নের দাবী তুলেছেন। সম্প্রতি সংসদে টেকসহি বেঁড়িবাধেরর জোরালো দাবীর কথা বলে মোঃ আকতারুজ্জামান বাবু -এমপি-বলেন,জলবায়ু পরিবর্তনে ৬০ দশকের নির্মিত বেঁড়িবাধ এখন ঝুকিপূর্ন। একদিনে এ সমস্যার সমাধান মিলবে না তবে টেকসহি বেঁড়িবাধ নির্মানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে শুকনো মৌসুমে বাঁধের শুরুর কথা জানান।

আশরাফুল ইসলাম সবুজ

আরও পড়ুন...