পিবিএ, দীঘিনালা(খাগড়াছড়ি): মুজিববর্ষে আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি জনসাধরনের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ প্রকল্পের উপকারভোগীদের নিকট ঘর হস্তান্তর করা হয়েছে।
শনিবার(১৫আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের যৌর্থ আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপকারভোগিদের মাঝে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি জনসাধরনের জন্য বিশেষ ডিজাইনের নির্মাণের ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: কাশেম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মুশফিকুর রহমান।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ও উপজেলা প্রকল্প কর্মকর্তা মো: মুশফিকুর রহমান উপজেলার কামাকুছড়া এলাকার রেন্টি চাকমা ও সুদিপ্ত চাকমা‘র হাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি জনসাধরনের জন্য বিশেষ ডিজাইনের নির্মাণ প্রকল্পের ঘরের চাবি হস্তান্তর করেন।
ঘরের চাবি পেয়ে রেন্টি চাকমা বলেন, আগে অনেক কষ্ট করে ছেলে মেয়ে নিয়ে ভাঙ্গাচুড়া ঘরে থাকতাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া ঘর পেয়ে অনেক খুশি হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভগবানে অনেক দিন বাঁচিয়ে রাখে।
উপজেলা প্রকল্প বাস্তবায় অফিসের দেয়া তথ্যমতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ- গোষ্ঠি জনসাধরনের জন্য বিশেষ ডিজাইনের ঘর নির্মাণ প্রকল্পে উপজেলা ৫টি ইউনিয়নে ১৩টি ঘর নির্মান করা হচ্ছে। প্রতিটি ঘরের প্রক্কলিক মূল্যে ৫ লক্ষ ৫১হাজার ৯২টাকা । নতুন ডিজাইনের মধ্যে রয়েছে ৩টি বেডরুম, ১টি রান্না রুম, আলাদা একটি গোসলখানসহ একটি টয়লেট। ৫% ল্যাস মূল্যে দর:পত্র আহবায়ন করা হয়েছিল সেই টাকা দিয়ে প্রতিটি ঘরে সোলার সিস্টেম করে দেয়া হবে।
পিবিএ/সোহেল রানা/এসডি