প্রধানমন্ত্রীর সঙ্গে শিনজো আবের বৈঠক বুধবার বিকেলে

পিবিএ,ঢাকা: জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ১২ দিনের সফরের উদ্দেশে মঙ্গলবার জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জাপানে থাকবেন চার দিন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বুধবার (২৯মে) তিনি স্থানীয় সময় বিকালে বৈঠক করবেন।

 প্রধানমন্ত্রীর সঙ্গে শিনজো আবের বৈঠক বুধবার বিকেলে

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তোশিকো আবে এবং টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

রোহিঙ্গাদের আশ্রয় ও প্রায় দুই বছর ধরে তাদের প্রয়োজনীয়তা মেটানোর জন্য বাংলাদেশের প্রশংসা করেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারোকোনো। এ ইস্যুতে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জন্য জাপানের আর্থিক সহায়তা অব্যাহত থাকবে। সেই সঙ্গে জাপান আন্তরিকভাবে আশা করে, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে আলোচনার ভিত্তিতে রোহিঙ্গাদের নির্ভয়ে নিজ দেশে ফিরে যাওয়ার মতো পরিবেশ দ্রুতই তৈরি হবে।

পিবিএ/আরআই

আরও পড়ুন...