প্রধানমন্ত্রী আমাকে শিল্পী হিসাবে সহযোগিতা করেছেন : আহমেদ শরীফ

পিবিএ,বিনোদন : দির্ঘ ৪৮ বছর বাংলাদেশের চলচিত্রের শক্তিমান খল অভিনেতা হিসেবে দাপটের সাথে অভিনয় করেছেন ছিলেন শিল্পী সমিতির সভাপতি অভিনেতা আহমেদ শরীফ সম্প্রতি কথা বলেন বার্তা সংস্থা পিবিএ সাথে । পাঠকদের উদ্দেশ্যে কথোপকথনের চুম্বক অংশ তুলে ধরা হল- সাক্ষাতকারটি নিয়েছেন কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী সোহান শরীফ।

পিবিএ: আপনার অভিনয়ের খবর কি
আহমেদ শরীফ : দির্ঘ ৪৮ বছর বাংলাদেশের চলচিত্রে অভিনেতা হিসেবে অভিনয় করছি এখোনো করছি তবে আগের মতো কাজ নেই তাই বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে সময় কাটায় ।

পিবিএ: অভিনয় নিয়ে আপনার চুড়ান্ত ভাবনা কি?
আহমেদ শরীফ : কুষ্টিয়ায় প্রতয় যুব সংঘের আমি উপদেষ্টা এ সংগঠনের মাধ্যমে আমি চায় যারা পথশিশু আছে তাদের মাঝে অভিনয়ের গুনটুকু ছরিয়ে দিই যাতে তারা এক সময় আমার মতো অভিনয় টা ছরিয়ে দিতে পারে।

পিবিএ : প্রিয় অভিনয় শিল্পী কে আপনার?
আহমেদ শরীফ : আমার প্রিয় অভিনয় শিল্পি ছিলেন মিজু আহম্মেদ তিনি আমার কুষ্টিয়ার শিল্পী আমাকে ভালোবাসতেন আমিও তাকে ভালোবাসতাম তার আত্মার শান্তি কামনা করি।

পিবিএ: জীবনে কোন কষ্ট আছে কি?
আহমেদ শরীফ: আমি আহমেদ শরীফ এটাই আমার প্রাপ্তি মানুষ শুধু ভুল বোঝে তবে কষ্ট নেই

পিবিএ: কোন ধরনে অভিনয় করতে বেশি ভালো লাগে?
আহমেদ শরীফ: মানুষের মনে অভিনয় টা গাথতে পারাটায় অভিনয়

পিবিএ: প্রিয় রং? প্রিয় খাবার কি ?
আহমেদ শরীফ: প্রিয় রং হলো সবুজ আর খাবার হলো ভুনা খিচুরি মাংস।

পিবিএ: কি করতে বেশি ভালো লাগে?
আহমেদ শরীফ: অভিনয় ছাড়া কিছু ভাবিনা আমৃত্যু অভিনয় করতে চায়

পিবিএ:সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতে?
আহমেদ শরীফ : দর্শকের কাছে আমি আহমেদ শরীফ

পিবিএ: সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহযোগিতা কিভাবে দেখেন ?
আহমেদ শরীফ : দর্শকের কাছে আমি আহমেদ শরীফ মানবদরদী প্রধানমন্ত্রী আমাকে অভিনয় শিল্পী হিসেবে সহযোগিতা করেছেন তার মতো মানবদরদী প্রধানমন্ত্রী পৃথিবীতে আার আসবেনা ।
পিবিএ কে ধন্যবাদ ।

পিবিএ/এমএস

আরও পড়ুন...