প্রধানমন্ত্রী এবং ডিজি এনএসআইয়ের স্বাক্ষর জাল করা প্রতারক চক্রের মূল হোতাসহ আটক ৪

মাহবুবুজামান সেতু,মান্দা (নওগাঁ): নওগাঁর মান্দায় এনএসআই ও ডিবি’র যৌথ অভিযানেপ্রধানমন্ত্রী এবং ডিজি এনএসআইয়ের স্বাক্ষর/ সিল জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো প্রতারক চক্রের মূল হোতাসহ ৪ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন,প্রতারক চক্রের মূল হোতা বিজয়পুর (আমবাগান) গ্রামের আফজাল হোসেনের ছেলে অসীম হোসেন (২০), একই গ্রামের মৃত মতিউল্লাহ এর ছেলে আফজাল হোসেন (৫০), কশব (সরকার পাড়া) গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আকরাম হোসেন (৫৫) এবং তুরুকবাড়িয়া ( উত্তরপাড়া) গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মুনছুর আলী (৩২)।

সোমবার (২১ জুন)বিকেল ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত নওগাঁ জেলার মান্দা উপজেলার কশব ইউনিয়নে এনএসআই এবং ডিবি’র যৌথ অভিযান পরিচালিত হয়।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , ডিজি এনএসআই, ডিজি কোস্টগার্ড, ডিজি বিজিবি ছাড়াও অন্যান্য বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর/ সিল জাল করে সরকারি বিভিন্ন দপ্তরে ডিও লেটার পাঠানো প্রতারক চক্রের মূল হোতা আফজাল হোসেনের ছেলে অসীম হোসেন (২০) সহ মোট ০৪ জনকে কশব ইউনিয়নের পলাশবাড়ী এবং পাঁজরভাঙ্গা থেকে আটক করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) প্রতারক অসীম হোসেন কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী এবং এনএসআই এর মহাপরিচালকসহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর জাল করে বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন অফিসে ডিও লেটার প্রদানের তথ্য জানতে পারে। এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে দীর্ঘদিন যাবত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) নিবিড় পর্যবেক্ষণে রেখে তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়।

পরবর্তীতে এনএসআই ও পুলিশ সুপারের কার্যালয়ের সার্বিক সহযোগিতায় জেলা এনএসআই নওগাঁর নির্দেশনায় অভিযান পরিচালিত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি তার কৃতকর্মের বিষয় স্বীকার করার পাশাপাশি জানায় যে, সে প্রধানমন্ত্রী, ডিজি এনএসআই সহ একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর/ সিল জাল করে বিভিন্ন দপ্তরে ডিও লেটার প্রদান করেছে।

একটি সূত্র মতে, জিজ্ঞাসাবাদে তার নিকট থেকে প্রতারণার কৌশল সম্পর্কে তথ্য প্রাপ্তির পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত নানাবিধ নথিপত্র, ২টি মোবাইল সেট এবং ১টি হার্ডডিস্ক, বিভিন্ন দপ্তরে প্রেরণের উদ্দেশ্যে প্রস্তুতকৃত ডিও লেটারের কপি জব্দ করা হয়।

সাম্প্রতিককালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করছে এই শ্রেণীর পেশাদার প্রতারক চক্র। ধর্ষণ, জঙ্গীবাদ, মাদকসহ অন্যান্য সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণের পাশাপাশি সাম্প্রতিক সময়ে এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে।

সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত আসামী অসীম হোসেন’র বিরুদ্ধে পেনাল কোড এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা গঠন প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন...