জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তাসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে পদযাত্রা শুরু করেছে ইনকিলাব মঞ্চ।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা মিছিল নিয়ে এই পদযাত্রা শুরু করেন।
মিছিলটি শাহবাগ থেকে মৎস্যভবন হয়ে কাকরাইল মসজিদ দিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় যাবে বলে জানা গেছে। সেখানে তারা তিন দাবিত গণঅনশন করবেন বলেনও জানিয়েছেন প্ল্যাটফর্মটির নেতাকর্মীরা।
দাবিগুলো হলো:-
১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।
২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের সকল জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পদযাত্রা শুরুর আগে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা বলেন, আপনারা হয়তো গত কয়েকদিনে স্যোশাল মিডিয়া দেখবেন, যারা জুলাই-আগস্ট আন্দোলনে সামনের সারিতে ছিল তাদের হুমকি পেতে হচ্ছে। জুলাই আন্দোলনে আমাের যে আকাঙ্ক্ষা ছিল সেটি পূরণ হয়নি। যারা জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছে, তাদের জন্য কোনো কর্মসূচি নেই। বড় শহরের কারো কারো কথা আমরা জানতে পারছি। কিন্তু গ্রাম পর্যায়ের আন্দোলনকারীদের কথা আমরা জানি না। আওয়ামী লীগের প্রতি এখনো অনেকের দরদ দেখা যাচ্ছে। যারা এই দরদ দেখাচ্ছে, তারা আমাদের পেলে খুন করবে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, আমরা আপনাদের দায়িত্ব দিয়েছি। আমরা সীমাবদ্ধতার কথা শুনতে চাই না। বাংলাদেশের বিচার-বিভাগ ও আইন-শৃঙ্খলা ঠিক করুন। তা না হলে দায়িত্ব ছেড়ে দিন।
ইনাকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়াদের প্রকাশে কুপিয়ে খুন করা হচ্ছে, কিন্তু এর জন্য দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। সরকার ছাত্রদের অবহেলা করলে বিপ্লব দীঘস্থায়ী হবে না।