প্রধান নির্বাচন কমিশনারের গ্রামের বাড়ি সড়কে জনদুর্ভোগ

পিবিএ,বাউফল: প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার গ্রামের বাড়ি পটুয়াখালী বাউফলের কালাইয়া নওমালা ডিসি সড়কের আব্দুল চেীধুরী মৃধার বাড়ী থেকে আব্দুর রশিদ খাঁনের বাড়ী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার কার্পেটিং সড়কের নির্মাণ কাজ প্রায় তিন বছরের বেশি ধরে বন্ধ রয়েছে। রাস্তাটি দেখার মত ও কেউ নেই।

জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের আওতায়ত দ্বীপ এন্টার প্রাইজ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে ১কোটি ৫০ লাখ ৯১ হাজার ৯শ’ ৪০ টাকা ব্যয়ে ২ হাজার ৭০ মিটার দৈর্ঘ্য একটি কার্পেটিং সড়ক নির্মাণের জন্য কার্যাদেশ দেয়া হয়। সেই অনুযায়ি ২০১৮ সালে ঠিকাদার প্রতিষ্ঠানটি সড়কটির নির্মাণ কাজ শুরু করেন। কাজের ৫০ ভাগ অগ্রগতির পর ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ শেষ না করে ফেলে রাখে।

এ অবস্থায় ওই এলাকায় মানুষ চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। কোন যানবাহন চলতে পারছেনা।মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক সুলতানা জাহান বলেন,সড়কটি যাতায়েতে কষ্টের কোন শেষ নেই খুব দ্রুত কাজটি শেষ করে উচিত।কথা হয় নওমালা আব্দুর রশিদ খাঁন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক স্যার এর সাথে তিনি বলেন,প্রধান নির্বাচন কমিশনারের বাড়ি রাস্তাটি এতদিন কাজ না করে ফেলে রেখে জনগনের ভোগান্তি দেয় এরা কত বড় শক্তিশালী ঠিকাদার তা আমার বোধগম্য হয় না রাস্তাটি দ্রুত করার জন্য সরকারের উধর্বতন কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এই সড়কটি দিয়ে নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজ, নওমালা মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম নওমালা নেছারিয়া ফাযিল(ডগ্রী) মাদ্রাসা, মধ্য নওমালা সরকারী প্রাইমারী স্কুল, পশ্চিম নওমালা সরকারী প্রাইমারী স্কুল, মধ্য নওমালা সালেহিয়া দাখিল মাদ্রাসা, বজলুর রহমান ফাউন্ডেশন গালর্স সেমিনারী, বজলুর রহমান সরকারী প্রাইমারী স্কুল ও ভিডিসি সরকারী প্রাইমারী স্কুলের ৫ সহস্্রাধিক শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ যাতায়ত করেন।

এ ছাড়াও এই সড়কটি দিয়ে পার্শ্ববর্তী দশমিনা উপজেলার বেতাগী সাংকিপুরা গ্রামের মানুষ যাতায়ত করে থাকেন। সড়কটির নির্মাণ কাজ শেষ না হওয়ায় যানবাহন চলাচল করতে পারছেনা। সড়কটির কিছু অংশে বেট বা মাটি কেটে রাখা হয়েছে। আবার কোন অংশে বালু ও খোয়া ফেলে রাখা হয়েছে। ইট রাখা হয়েছে সড়কের মধ্য স্থলে। যার ফলে হেঁটে যাতায়ত করারও কষ্টকর হয়ে পরেছে।

নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার ছোট ভাই কেএম নাসির উদ্দিন (সবুজ) বলেন,‘ সড়কটির কাজ দ্রুত শেষ করতে আমি ঠিকাদারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অফিসে একাধিক বার যোগাযোগ করেছি। কিন্তু তারা কর্ণপাত করেননি। প্রায় তিন বছরের বেশি সময অতিবাহিত সড়কটির নির্মাণ কাজ বন্ধ থাকায় জনসাধারন চরম ভোগান্তীর শিকার হচ্ছেন’।

এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান দ্বিপ এন্টার প্রাইজের মালিক মোঃ টিটুর ০১৭১২৩৯৯৩৭১ নম্বরের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা প্রকৌশলী সুলতান হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন,‘ আমি এ কর্মস্থলে নতুন এসেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে”। তিনি আরো বলেন আমি এসে কাজটি করার জন্য তাকে কয়েক বার তাগিদ দিয়েছি এবং আমার অফিস থেকে ইঞ্জিনিয়ার পাঠিয়ে কাজটি শেষ করার জন চেষ্টা অব্যাহত।

পিবিএ/ইউসুফ আলম সেন্টু/বিএইচ

আরও পড়ুন...