উত্তম কুমার হাওলাদার,কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলাপাড়া প্রেসক্লাবের সামনের সড়কে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী এ কর্মসূচীর আয়োজন করেন।
প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন, হাজীপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম মুকুল,নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম শিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা জামাল সুজন প্রমূখ।
বক্তারা হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহজালাল মুন্সীর অনিয়ম, দুর্নীতি,অর্থ আত্মসাৎ তুলে ধরেন। অনতিবিলম্বে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচী দিবেন। পরে পৌর শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত প্রধান শিক্ষক মো.শাহজালাল মুন্সি বলেন, একটি মহল ষড়যন্ত্রমূলক এ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে তিনি সাংবাদিকদের জানান।