মালয়েশিয়ায় ওয়াজ মাহফিল

প্রবাসীদের মহানবী হযরত মুহাম্মদ (সঃ ) এর আদর্শ মেনে চলার আহবান আজহারীর

কায়সার হামিদ হান্নান ,পিবিএ,মালয়েশিয়া: মালয়েশিয়ায় সুরাও আলামিনের উদ্যেগে সিরাতুন্নবী (সঃ ) উপলক্ষে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার কেলাং মেরুর মসজিদ নুরুল জান্নাহ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন মোফাসসিরে কোরআন ,মালয়েশিয়া আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিজানুর রহমান আজহারী।

আলোচনায় তিনি বলেন দুনিয়া ও পরকালের সুস্থতা ও কল্যাণ লাভকারী ব্যক্তিরাই হবেন সবচেয়ে সফল। এ সফলতা লাভে কোরআন-সুন্নাহর বিধিবিধান পালনের বিকল্প নেই।দৈনন্দিন জীবনে সুস্থতা ও কল্যাণ লাভই মানুষের একমাত্র কামনা। যারা দুনিয়াতে সুস্থতা ও কল্যাণ লাভ করবে তাদের পরকালও সাফল্যমণ্ডিত হবে। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারী উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা কোরআন-সুন্নাহ মোতাবেক জীবনযাপন করে। তারা দুনিয়া ও পরকালের কল্যাণ ও সুস্থতা লাভ করবে।

প্রবাসী ভাইদের উদ্যেশে তিনি আরো বলেন, আপনাদের কষ্টার্জিত টাকা সঠিক পথে ব্যায় করেন ,পিতা মাথা খেদমত করেন তবেই আপনার এই উপার্জন সার্থকতা হবে।

আপনারা রেমিটেন্স যোদ্ধা। প্রবাসে আপনারা ৫ ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ পাক আপনাদের প্রতিটি দোয়া কবুল করবেন।

তিনি মহানবী হযরত মুহাম্মদ (সঃ ) আদর্শ মেনে চলার আহবান জানান।

 

উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করেন মালয়েশিয়া বিশিষ্ট ব্যাবসায়ী দাতো মোহাম্মদ আক্তার হোসাইন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাওয়াং বিডিএমের সভাপতি মোহাম্মদ শাহাজান ,নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক হাজি ওবায়দুল হক , বিডিএমের মোহাম্মদ সেলিম , মাওলানা মাওসুফ আহমদ ,মাওলানা তাকীউল্লাহ ,মাওলানা মাজহারুল ইসলাম ,মাওলানা জসিম উদ্দিন ,মাওলানা বেলাল হোসাইন ,

রাওয়াং বিডিএমের সভাপতি মোহাম্মদ শাহাজান ,নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক হাজি ওবায়দুল হক , বিডিএমের মোহাম্মদ সেলিম প্রমুখ। ইসলামী সংগীত ও কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ সফিকুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন রেজাউল ,আব্দুল্লাহ পালোয়ান ,ইউসুফ মোল্লা ,দুলাল মিয়া ,রিপন ,সবুজ ,জাহিদ ,জাহাঙ্গীর।

পিবিএ/হান্নান/জেডআই

আরও পড়ুন...