কোন প্রবাসী যদি ঘরে টাকা কম দেয় পরিবারের সদস্যরা ধরে নেয় যে, তাদের ছেলে টাকা জমা করছে বা উচ্ছন্নে গেছে। আর যদি বিবাহিত হয় তাহলে তো কথাই নেই।সবাই এক বাক্যে বিশ্বাস করে ছেলে সব রোজগার শ্বশুরবাড়ি যাচ্ছে।কিন্তু আসলে যে তার বেতন কত; কোথায় থাকে; কিভাবে থাকে; কি খাচ্ছে; কি কাজ করে; যা আয় করে তা হালাল না কি হারাম তা জানার কোন প্রয়োজন মনে করে না।
শুধুমাত্র মাস শেষে টাকা পেলেই হয়।প্রবাসীরা যে কতটা অবহেলিত তা বলার অপেক্ষা রাখে না। খুব কম প্রবাসী আছে যারা পরিবারের সমর্থন পেয়ে থাকবে। গড়ে প্রতিদিন ৫৫-৬২ জন প্রবাসীর মরদেহ দেশে যায়।যাদের মৃত্যুর কারণ হিসেবে দেখানো হয় “হঠাৎ_মৃত্যু” বা স্ট্রোক।যার জন্য দায়ী মানসিক চাপ।
যে প্রবাসীদের পাঠানো টাকায় পরিবারের লোকেরা ডাইনিং টেবিলে বসে রাজকীয় খাবার খায়।তারা একবার কি ভেবে দেখেছে প্রবাসীরা কি ভাবে খায়,কোথায় খায়,কি খায়?
পিবিএ/এমএস