প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীকে মালয়েশিয়া বিমানবন্দরে অভ্যর্থনা

কায়সার হামিদ হান্নান, মালয়েশিয়ায়: মালয়েশিয়ায় ছয় দিনের সফরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমদ এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল শনিবার ১১ মে বিকাল ৩টা কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান।

মালয়েশিয়া বিমানবন্দরে মন্ত্রীকে অভ্যর্থনা জানান, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম, শ্রম কনস্যুলার জহিরুল ইসলাম ,দ্বিতীয় সচিব ফরিদ উদ্দিন আহমেদ ,মালয়েশিয়া আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ওহিদুর রহমান ওহিদ সহ মালয়েশিয়া আওমীলীগ নেতৃবৃন্দ।

প্রতিনিধিদলের অপর সদস্যরা হচ্ছেন, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো: সেলিম রেজা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ মনিরুছ সালেহিন এবং একই মন্ত্রণালয়ের উপসচিব মো: মোহাম্মদ আবুল হোসেন। এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে মালয়েশিয়ার স্থগিত থাকা শ্রমবাজার যত দ্রুত সম্ভব আলোচনা করে খোলার ব্যবস্থা করা। এ নিয়ে ওই দেশের সংশ্লিষ্টদের সাথে প্রতিনিধিদলের একাধিক বৈঠক হবে।

মালয়েশিয়ায় অবস্থানকালে প্রতিনিধি দল পুত্রজায়ায় দেশটির মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে জনশক্তি রফতানি-সংক্রান্ত দ্বি-পাক্ষিক বৈঠক করবেন। মালয়েশিয়ায় বিমান বন্দরে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীকে অভ্যর্থনা শেষে সন্ধ্যায় মালয়েশিয়া আওমীলীগ নেতৃবৃন্দ সাথে ইফতার পাটির সাথে মিলিত হন।

পিবিএ/হক

আরও পড়ুন...