পিবিএ, মালয়েশিয়া : মালয়েশিয়ায় ওসপ্রে কানাডিয়ান কনসালটেন্সি অফিস উদ্ভোধন করা হয়েছে।
বুধবার কুয়ালামপুরের অদূরে অবস্থিত দামানসারা হাইট এই অফিস উদ্বধোন করা হয়। অফিস উদ্বোধন করেন মালয়েশিয়ায় ওসপ্রে কানাডিয়ান হেড অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। এই সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় ওসপ্রে কানাডিয়ান কনসালটেন্সি কান্ট্রি ডিরেক্টর মিস্টার পল ,অপারেশন ম্যানেজার জেনিফার চেউ প্রমুখ।উদ্ভোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, কানাডা বিশ্বের একটি শান্তি প্রিয় দেশ।
কানাডায় স্টুডেন্ট ভিসা ও বসবাসের নাম করে এক শ্রেণীর প্রতারক ,অসাধু ইমিগ্রেশন ব্যাবসায়ী ,যোগ্যতাহীন স্বঘোষিত প্রফেশনাল কনসালটেন্ট ,দালাল কানাডায় বসবাসের নাম করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।এই ভাবে প্রতারিত হচ্ছে হাজার হাজার মানুষ। অথচ কিছু নিয়ম কানুন জেনে আবেদন করলেই শিক্ষিত যেকেউ যেতে পারেন স্বপ্নের দেশ কানাডায়। আমরা দীর্ঘদিন যাবৎ কানাডায় কাজ করে আসছি।
প্রবাসী বাংলাদেশিরা যাতে সঠিক পরামর্শ পান তাই আমরা কুয়ালালামপুরে এই অফিস করেছি। এই সময় কানাডা সম্পর্কে জানতে প্রবাসী অনেক শিক্ষার্থীর প্রশ্নের জবাব দেন তিনি। সেই সাথে তিনি কানাডা আবেদন করার প্রক্রিয়া ,আইনকানুন সম্পর্কে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
পিবিএ/কায়সার হামিদ হান্নান /জেডআই