প্রবাসী মালদ্বীপ ফুটবল টুনামের্ন্ট প্রতিযোগিতায় এম.এস. ক্লাব চ্যাম্পিয়ন

এমরান হোসেন তালুকদার,পিবিএ,মালদ্বীপ: রবিবার মালদ্বীপের হুলোমালে আইলেন্ডে স্থানীয় ফুটবল স্টেডিয়ামে বাংলাদেশী মালিকাধীন রেষ্টুরেন্ট ক্যাপে লভিঞ্চা এর আয়োজনে প্রবাসী মালদ্বীপ ফুটবল টুনামের্ন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশী ৮টি দল অংশগ্রহন করেন। ফাইনাল ম্যাচে ফ্রেন্ড ক্লাব টিমকে ২-১ গোলে হারিয়ে এম.এস.বেঙ্গল টিম চ্যাম্পিয়ান হয়।

ফুটবল টুনামেন্ট
মালদ্বীপ ফুটবল টুনামেন্ট প্রতিযোগিতায় এম.এস .ক্লাব চ্যাম্পিয়ান

চ্যাম্পিয়ন দলে হাতে পুরুস্কার তুলে দেন অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট ব্যাবসায়ী মালদ্বীপস্থ অরাজনৈতিক সংগঠন নীল দরিয়া শিল্পিগোষ্ঠি এর উপদেষ্টা মোহাম্মদ শেখ রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী মো: শাহিন , মো: ফারুক হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মো: রোবেল, মো: আনোয়ার, মো: মোকসে প্রমূখ। টুর্নামেন্ট সেরা ও ম্যানঅফ দ্যা ম্যাচ হয়েছে এম.এস.বেঙ্গল টিমের মো আরিফ।

পিবিএ/আরআই

আরও পড়ুন...