প্রস্তুতি ম্যাচে খেলছেন না সাকিব

পিবিএ,ঢাকা: ভারত সফরের আগে নিজেদের মধ্যে দুটি প্রস্তুতি মূলক ম্যাচ খেলবে ক্রিকেটাররা। এর মধ্যে প্রথম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে লাল দল ও সবুজ দল। যে ম্যাচে খেলছেন না টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

জানা গেছে, সবুজ দলের হয়ে এ ম্যাচ খেলার কথা রয়েছিল সাকিবের। কিন্তু মিডিয়া ম্যানেজারকে ফোন করে সাকিব না খেলার কথা জানিয়েছেন। আর এই তথ্য নিশ্চিত করেছেন দলের ম্যানেজার সাব্বির আহমেদ।

এদিকে এই ম্যাচ খেলতে এনসিএল থেকে সাব্বির-মিরাজ সহ ৯ জন ক্রিকেটারকে উড়ে এনেছে বিসিবি।

সবুজ দল:
নাজমুল হোসেন শান্ত, নাইম শেখ, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির রাব্বি, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, আল আমিন হোসেন, রিশাদ আহমেদ ও আরাফাত সানি।

লাল দল:
মুশফিকুর রহিম,সৌম্য সরকার, নাইম হাসান, আফিফ হোসেন ধ্রুব, শফিউল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু হায়দার রনি, মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

পিবিএ/ইকে

আরও পড়ুন...