পিবিএ ডেস্ক: আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়ে দারুণ আত্মবিশ্বাসী মাশরাফি বিন মর্তুজার দল। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে সেরাটা খেলে জয়ের জন্য মুখিয়ে আছেন সাকিব-তামিম-মুশফিকরা।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে রবিবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কার্ডিফের সোফিয়া গার্ডেনে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রেকর্ড ভালো নয় বাংলাদেশের। সবশেষ চারটি ম্যাচেই পাকিস্তানিদের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। তবে বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার আগে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে নিজেদের ঝালিয়ে নেয়াটাই আসল কাজ।
এর আগে শুক্রবার প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হেরেছে পাকিস্তান। এবারের বিশ্বকাপে ফেবারিটদের তালিকায় নেই ’৯২ এর বিশ্ব চ্যাম্পিয়নরা।
রবিবারের ম্যাচের জন্য দুদলের একাদশ এখনও ঘোষণা করা হয়নি।
পাকিস্তানের পর কার্ডিফের সোফিয়া গার্ডেনে আগামী মঙ্গলবার (২৮) মে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপরই টাইগাররা লন্ডনে উড়াল দেবেন এবং সেখানে ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবেন।
৩০ মে পর্দা উঠছে ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতার আসর বিশ্বকাপের।
পিবিএ/এএইচ