প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার

পিবিএ,ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদের সম্মান জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার । আজ (বুধবার) দিবাগত রাত ১২টা ১ মিনিটে একুশের প্রথম প্রহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করে বায়ান্নোর ভাষা আন্দোলনে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এরপর সাধারণ মানুষের ঢল নামবে শহীদ মিনারে। শ্রদ্ধার অর্ঘে ঢেকে যাবে শহীদ বেদি।

আজ সকালে সরেজমিনে দেখা গেছে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ঝকঝকে তকতকে পরিষ্কার-পরিচ্ছন্ন। চৌহদ্দী জুড়ে বাঁশের ব্যারিকেড ও সিসিটিভি স্থাপন করা হয়েছে। শহীদ মিনার প্রাঙ্গণ ও আশপাশে পুলিশ-র্যাবসহ বিভিন্ন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। শহীদ মিনারের সামনের রাস্তার বিপরীতে চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের রঙ-তুলির আচঁড়ে ৫২র মহান ভাষা আন্দোলনের তাৎপর্য ফুটিয়ে তোলা দেয়াল লিখন শোভা পাচ্ছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় চার স্তরের নিরাপত্তা বলয় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের নিরাপত্তায় শহিদ মিনার ও এর আশেপাশের এলাকায় পুলি‌শের পাশাপা‌শি ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভি‌ল ডি‌ফেন্স, ডিএম‌পির বোম্ব ডিস‌পোজাল ইউ‌নিট, র‌্যাবের বোম্ব ডিস‌পোজাল ইউ‌নিট, ডগ স্কোয়াড, স্পেশাল স্ট্রাই‌কিং ফোর্সকে প্রস্তুত রাখা হয়েছে। ওয়াচ টাওয়ার ও সি‌সি‌টি‌ভি ক্যা‌মেরার মাধ্যমে পু‌রো এলাকার তদারকিতে আছে র‌্যাব-পু‌লিশ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...