পিবিএ,রংপুর: রংপুরের পীরগঞ্জে চন্ডিপুর গ্রামের হিরু মিয়ার ৬ষ্ঠ শ্রেনীতে পড়ুয়া মেয়ে সুরভী আকতার(১২) এর প্রাইভেট পড়তে এসে আর বাড়ী ফেরা হলো না।
শনিবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের হাতে হত্যার শিকার হয় সুরভী। পুলিশ ও গ্রামবাসী সুত্রে জান গেছে; উপজেলার কুমেদপুর ইউনিয়নের চন্ডিপুর সাহাপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের জামাতা হিরু মিয়া তার বাড়ীতে ঘরজামাতা হিসেবে বসবাস করতেন।
অভাবী সংসারে সুরভীকে তার নানা বাড়ীতে রেখে মা শিউলী বেগম ও বাবা হিরু মিয়া ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে। ঘটনার দিন সকালে সুরভী ও আঁখি নামের এক মেয়েকে সাথে নিয়ে চন্ডিপুর স্কুলের শিক্ষক মিজানুর রহমানের বাড়িতে প্রাইভেট পড়তে যায়।
প্রাইভেট শেষে আঁখি’র সাথে বাড়ীতে ফেরার পথে কিছুদিন এগিয়ে আসারপর দু’জন তাদের বাড়ীর দু রাস্তায় যেতে থাকে। পথিমধ্যে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সুরভীকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করলে সুরভী চিৎকার করতে থাকে।
এসময় প্রাইভেট পড়তে যাওয়া সহপাঠী আঁখি তার চিৎকার শুনে দ্রুত বাড়ী গিয়ে সুরভীর চিৎকার করার সংবাদ দেয়। সংবাদ পেয়ে লোকজনসহ সুরভীকে খোঁজার জন্য ঘটনাস্থলে এসে সুরভীর বই খাতা পুরাতন কবরে দেখতে পায়।
এসময় একটু দুরেই জঙ্গলের ভিতরে সুরভীর নিথর দেহ গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে ভেন্ডবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিনুল ইসলাম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র , এএসপি ডি সার্কেল হাফিজ ও রংপুর ডিবি পুলিশের একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র পিবিএ’কে জানান, স্কুল ছাত্রী সুরভীর ঘাড় মটকানো ছিল, তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সৃষ্টি হয়েছে ক্ষোভের। কেউ গ্রেফতার হয়নি । হত্যা মামলার প্রস্তুতি চলছে আসামী গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।
পিবিএ/রেজাউল করিম/ ইকে