প্রাচীনকাল থেকেই জমিতে সাধারণত প্রাণিদের ভয় দেখানোর জন্য কাকতাড়ুয়া তৈরি করা হয়। কাক অথবা চড়ুই-জাতীয় পাখির উৎপাত বন্ধ করাই এর অন্যতম উদ্দেশ্য। এখনও গ্রামাঞ্চলের ফসলি ক্ষেতে ও সবজি ক্ষেতে দেখা মিলছে বিভিন্ন আকারের কাকতাড়ুয়া। ছবিটি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিচপাড়া থেকে তোলা। সোমবার, ২৩ অক্টোবর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত