২৪ ডিসেম্বর সমাপনী-জেএসসির ফলাফল

পিবিএ, ঢাকা: প্রাথমিক সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল ২৪ ডিসেম্বর (সোমবার) প্রকাশ করা হবে। মঙ্গলবার (১১ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোন কারণে ২৪ ডিসেম্বর ফল প্রকাশিত না হলে জানুয়ারির ২ অথবা ৩ তারিখে তা প্রকাশ করা হবে।

সাধারণত ডিসেম্বর শেষে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার ফল ঘোষণা করা হলেও এবার ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন নির্ধারিত থাকায় তার আগেই ফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে দুই মন্ত্রণালয়।

গত ১৮ থেকে ২৬ নভেম্বর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে ৩০ লাখ ৯৫ হাজার ১২৩ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়। আর ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসিতে অংশ নেয় ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন শিক্ষার্থী।

পিবিএ/এসআই/এএইচ

আরও পড়ুন...