পিবিএ,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুরে প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) হোসেনপুর উপজেলা কৃষি অফিস চত্বরে এসব বীজ ও সার বিতরণের আয়োজন করে উপজেলা কৃষি অফিস।
খরিফ-১/২০১৯-২০ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৩’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েসের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম নুরু মিয়া, সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, সাবেক উপজেলা যুবলীগ সভাপতি এমএ হালিম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ জাবের, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদ আহমেদ, উপজেলা কৃষকলীগ সভাপতি আক্তার হোসেন দুলাল, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুস সালাম, শ্রমিকলগি সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে কৃষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিবিএ/ইউকেএস/হক