প্রায় একমাস যাবৎ বৃষ্টির দেখা নেই। তাপমাত্রা এখন বিভিন্ন জায়গায় অতিতের চেয়ে অনেক বেশী। তাপদাহে পুড়ছে দেশ, স্বস্থিতে নেই প্রানীকূল। কোথায় গেলে একটু প্রশান্তি পাওয়া যাবে ? গরমের তাপ থেকে ক্ষণিকের প্রশান্তি পেতে শিশু কিশোররা মনের আনন্দে ফসলের মাঠে জমে থাকা পানিতে ফুটবল খেলছে। ছবিটি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা থেকে তোলা। ছবি : পিবিএ