পিবিএ ডেস্ক: লোকসভা ভোটের আগে বড় চমক কংগ্রেসের। এআইসিসির সাধারণ সম্পাদক করা হল প্রিয়াঙ্কা বঢড়াকে।
দলের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই কার্যভার নেবেন তিনি।
উত্তরপ্রদেশের পুর্বাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ( খবর ভারতীয় গণমাধ্যমের )
পিবিএ/এমআই