পিবিএ, ঢাকা: প্রেমিকাকে অন্য জায়গায় বিয়ে দেয়ায় ক্ষেপে গিয়ে বিয়ের আসরে যুবকের ছুরিকাঘাতে কনের বাবার মৃত্যু হয়েছে। রক্তাক্ত অবস্থায় কনের মাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চাইনিজ ছুরিসহ সজীব আহমেদ রকি(২৩) নামে এক যবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মগবাজারের দিলু রোডের প্রিয়াঙ্কা শুটিং প্লেসে বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। হাতিরছঝিল থানার ওসি আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১২-১৫ জনকে নিয়ে ঘরোয়া ওই বিয়ের অনুষ্ঠানে ঢুকে রকি হট্টগোল সৃষ্টি করে। এক পর্যায়ে কনের বাবা তুলা মিয়াকে (৪৭) ছুরিকাঘাত করে। এতে কনের মা ফিরোজা খাতুন বাধা দিলে তাকেও ছুরিকাঘাত করে রকি। তখন দু’জনকে উদ্ধার করে নিকটস্থ ইনসাফ হাসপাতালে নেওয়া হলে তুলা মিয়াকে মৃত ঘোষণা করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয় ফিরোজা খাতুনকে।
উপস্থিত জনতা রকিকে আটক করে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এখন সে পুলিশি প্রহরা ঢামেকেই চিকিৎসাধীন।
প্রাথমিক ভাবে জানা যায়, কনেকে রকি পছন্দ করতো। কিন্তু তার বিয়ের আয়োজনে ক্ষেপে যায় রকি। পরে চায়নিজ ছুরি নিয়ে সে ওই শুটিং প্লেসে ঢুকে কনেকে হত্যা করতে আক্রমণ করে। তখন কনের বাবা ও মা বাধা দিলে তাদের ছুরিকাঘাত করতে থাকে রকি। লক্ষ্য রাখা হচ্ছে।
পিবিএ/জেডআই