পিবিএ,টঙ্গী(গাজীপুর): গাজীপুরের টঙ্গী ৪৭নং ওয়ার্ড তিস্তার গেট এলাকায় কথিত স্বেচ্ছা সেবকলীগ নেতা শহিদের নেতৃত্বে একদল দূর্বৃত্ত প্রেমিকার সাথে কথা বলার জের ধরে প্রেমিক সায়েম ও তার পিতা তোতা মিয়া, মা শাহানাজ পারভীনকে পিটিয়ে আহত ও এলাকা ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার এসআই জুলহাস ঘটনাস্থলে যান এবং রহস্যজনক কারনে স্বেচ্ছা সেবকলীগ নেতা শহিদুল ইসলাম সিকদার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে চলে আসেন। ঘটনাটি ঘটে গত শনিবার রাতে।
এঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
আহত সায়েম এর পিতা তোতা মিয়া জানান, ঘটনার দিন রাতে তার ছেলে সায়েম নামাজ পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়। এসময় পথিমধ্যে একই এলাকার শহিদের মেয়ের সাথে কিছু সময় কথা বলে। এঘটনাটি মেয়ের বাবা শহিদ জানতে পেরে রাত সাড়ে ১১টার দিকে শহিদের লোকজন তোতা মিয়ার ভাড়া বাসায় হানা দিয়ে সায়েমকে তুলে নিয়ে আসে এবং নিজ বাড়িতে আটকে বেদম পিটিয়ে আহত করেন। পরে তার বাবা মা এগিয়ে গেলে তাদেরকেও মারধর করেন।
এবিষয়ে শহিদের সাথে যোগাযোগ করলে সায়েম ও তার বাবা-মাকে মারধরের বিষয়টি অস্বিকার করেন। নেত্রকোনা পূর্বধলা এলাকার বাসিন্দা তোতা মিয়া পরিবার নিয়ে বর্তমানে চরম নিরাপত্তা হীনতায় ভূগছে।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কি করেছে বিষয়টা আমি জানি না। তবে বাদী তোতা মিয়া থানায় অভিযোগ দিলে অবশ্যই শহিদের বিরুদ্ধে মামলা নেবো।
পিবিএ/মো: জাকির হোসেন/এসডি