পিবিএ,ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চৌধুরীকান্দা সদরদী গ্রামের বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে অবস্থান নেয়া সেই প্রেমিকা কন্যা সন্তান প্রসব করেছে। অসুস্থাবস্থায় চারদিন পুর্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৩০ মে ভোরে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কন্যার নাম রাখা হয়েছে ফাতেমা। শিশুটির মা তার সন্তানের পিতৃ পরিচয় ও তাকে (নিজকে) স্ত্রীর মর্যাদা দেয়ার দাবী জানিয়েছে।
জানাগেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে বার বার ধর্ষনের পর অন্ত:সত্ত্বা প্রেমিকা ন্যায় বিচার পাওয়ার দাবীতে গত ১৭মে সকাল থেকে প্রতিবেশী প্রেমিক লুৎফর রহমানের বাড়ীতে অবস্থান নেয়। ১০দিন অবস্থান ণেয়ার পর ২৭ মে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
এদিকে ওই প্রেমিকার স্বজনরা প্রেমিকের পরিবার প্রভাবশালি হওয়ায় শিশুটির ক্ষতি করতে পারে বলে শংকা প্রকাশ করেছেন। তারা জানান, প্রেমিক লুৎফরের পরিবারের সদস্যরা হাসপাতাল দিয়ে ঘোরাফেরা করে শিশু ও তার মায়ের উপর নজর রাখছে।
পিবিএ/এমআই/হক
নান সাংবাদিক নেতারা।